রোজাকে সামনে রেখে টনকে টন মজুত চাল-ডাল-তেল-ছোলা, জরিমানা করল র‌্যাব

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৮
অ- অ+

রমজানকে সামনে রেখে অবৈধভাবে চাল, ডাল, সয়াবিন তেল, ছোলাসহ নিত্যপণ্য মজুতের অভিযোগে অভিযান চালিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার রাজধানীর ডেমরার সারুলিয়া বাজার, ট্যাংরা, সিরাজ উদ্দিন রোডের ডগাইর বাঁশের পুলপাড়া সাধুর মাঠে এই অভিযান চালানো হয়। বিকাল থেকে চলা অভিযান চলে রাত ১০টা পর্যন্ত। এ সময় পাঁচটি প্রতিষ্ঠানকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়।

একইদিন রাতে র‌্যাব- এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ ঢাকাটাইমসকে তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে এবং আসন্ন রমজানকে সামনে রেখে অবৈধ গুদামজাতকরণের দায়ে পাচঁটি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করা হয়েছে। এদের মধ্যে ৩১০০ বস্তা চাল মজুতের অভিযোগে মেসার্স মক্কা মদিনা রাইস এজেন্সিকে তিন লাখ টাকা, ২৪ মেট্টিক টন চাল মজুতের অভিযোগে মেসার্স মা রাইচ এজেন্সিকে ৫০ হাজার টাকা, আট হাজার ৪০০ কেজি চাল, চার হাজার ৮০০ কেজি আটা, ছয় হাজার লিটার সয়াবিন তেল, ডাল ছোলা একহাজার কেজি এবং একহাজার ৫০ কেজি চিনি মজুতের অভিযোগে বিসমিল্লাহ জেনারেল স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ১০ হাজার ১৭০ লিটার তেল মজুতের অভিযোগে আল-ফারাবি ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫০ হাজার টাকা এবং ৮০ ট্ন ডাল ময়দা, ১৬ হাজার ৯৩২ লিটার তেল মজুতের অভিযোগে বাবুল ট্রেডার্সকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, নিত্যপণ্যের অবৈধ মজুত ঠেকাতে র্যাব এখন থেকে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করবে।

এদিকে র‌্যাব- জানিয়েছে, অভিযানে এক লাখ ৮৭ হাজার ৪০০ কেজি চাল, ৩৩ হাজার ১০২ কেজি সয়াবিন তেল, চার হাজার ৮০০ কেজি আটা, একহাজার কেজি ডাল ছোলা এবং একহাজার ৫০ কেজি চিনি এবং ৪০ টন ডাল ৪০ টন ময়দা জব্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/এসএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা