জুরাইনে গ্যাস লিকেজ, বিস্ফোরণে দুজন দগ্ধ

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০১
অ- অ+

রাজধানীর কদমতলীর জুরাইন ঋষিপাড়া এলাকায় রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন, জুরাইন ঋষিপাড়া এলাকার বিনা রানী দাস এবং তার দেবর বনমালী দাস।

বনমালী দাস জানান, ‘আমরা কদমতলী জুরাইনে ঋষিপারা এলাকায় দুইতলা বিল্ডিংয়ের নিচতলায় থাকি। সন্ধ্যার সময় আমার বৌদি রান্নাঘরে রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে আমার বৌদি দগ্ধ হয়। তাকে বাঁচাতে গিয়ে আমিও দগ্ধ হই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, বিনা রানীর শরীরের ৫০ শতাংশ বনমালী দাসের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/কেএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তামিম ইকবালকে বিদায়ী সংবর্ধনা দিলো বিসিবি
তামিম ইকবালকে বিদায়ী সংবর্ধনা দিলো বিসিবি
মোহাম্মদপুরে ১০ মামলার এজাহারনামীয় আসামি ‘ডিবি সুমন’ গ্রেপ্তার
মার্কিন নিষেধাজ্ঞা আইসিসির স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে: ইইউ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা