রেল কর্মকর্তাদের হাওয়া খেলে চলবে না, কাজ করতে হবে: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০২ | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০০

দায়িত্ব পালনের ক্ষেত্রে রেল কর্মকর্তাদের হাওয়া খেলে চলবে না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। তিনি বলেছেন, ‘রেলে যারা দায়িত্বে আছেন তাদের কাজ করতে হবে। ভালো কাজের জন্য স্বীকৃতি দেওয়া হবে।’

মঙ্গলবার রেল ভবনের সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

রেলকর্মীদের হুঁশিয়ার করে জিল্লুল হাকিম বলেন, ‘দায়িত্বে অবহেলার কারণে বদনাম হলে সে বদনাম মন্ত্রীর হয়। মাননীয় প্রধানমন্ত্রীকেও সে বদনামের ভাগীদার হতে হয়। প্রধানমন্ত্রীর বদনাম হয় এমন কাজ সহ্য করা হবে না।’

সভায় ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা, ক্যাটারিং সার্ভিসের সেবার মান ও অন্যান্য বিষয়ে আলোচনা হয়। এ সময় রেলমন্ত্রী ক্যাটারিং প্রতিষ্ঠানের সরবরাহকৃত খাবার নিয়ে যাত্রীদের অভিযোগ প্রসঙ্গে সতর্কতা জারি করেন।

কর্মকর্তাদের নিয়মিত মনিটরিংয়ের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘খাবার মানসম্মত না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে রেলওয়ের চুক্তি বাতিল করা হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে ট্রেনে ক্যাটারিং সার্ভিসের চুক্তি অনুযায়ী মানসম্মত খাবার দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান বাজার মূল্য অনুযায়ী খাবারের দাম বৃদ্ধি করা হয়েছে। কিন্তু যাত্রীদের অভিযোগ ক্যাটারিং প্রতিষ্ঠানগুলো বাসি রুটি ও গন্ধযুক্ত খাবার পরিবেশন করে। যারা ক্যাটারিং পরিচালনা করেন তাদের মানসিকতার পরিবর্তন করতে হবে, খাবারের মান ভালো করতে হবে। খাবারের মান খারাপ হলে ক্যাটারিং সার্ভিস প্রতিষ্ঠানের বদনাম হয় না, দুর্নাম হয় রেলওয়ে কর্তৃপক্ষের, রেলমন্ত্রীর।’

এসময় খাবারের মান স্বাস্থ্যসম্মত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত মনিটরিং করার নির্দেশ দেন মন্ত্রী।

তিনি বলেন, ‘কর্মকর্তারা যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করলে খাবার মানসম্মত হবে, পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি পাবে এবং টিকিট কালোবাজারি বন্ধ হবে। ট্রেনে হকারদের উৎপাত বন্ধ করতে হবে, হকারদের সঙ্গে বসে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে।’

রেলমন্ত্রী আরও বলেন, ‘ট্রেনে যাত্রীদের চাহিদা অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি করতে হবে। যাত্রীদের অভিযোগ, ট্রেন অপরিষ্কার এবং অনেক সময় বাথরুম ব্যবহার অযোগ্য থাকে, যা মেনে নেওয়া যায় না।’

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধিতে পরিদর্শন বাড়ানোসহ নিয়োজিত পরিচ্ছন্ন কর্মীদের মনিটরিং করার নির্দেশ দেন মন্ত্রী।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এলএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সর্বজনীন পেনশনে ‘না’ ঢাবি কর্মচারী ঐক্য পরিষদের

দেশি-বিদেশি টিভি চ্যানেল প্রদর্শন ও লাইসেন্সবিহীন কার্যক্রম বন্ধে কার্যক্রম শুরু

রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ

গাছ কাটা ও লাগানো বিষয়ে নীতিমালা প্রণয়ন প্রশ্নে হাইকোর্টের রুল

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত

আ.লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি: মুক্তিযুদ্ধমন্ত্রী

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির

রাজধানীর ২২ স্থানে বসবে কোরবানির পশুর হাট

এই বিভাগের সব খবর

শিরোনাম :