যে অপরাধে সাময়িক বরখাস্ত হলেন এএসপি মনিরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৩| আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৬
অ- অ+

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ মনিরুজ্জামান মনিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিসিএস পুলিশ ক্যাডারের ৩৭তম ব্যাচের এই কর্মকর্তা বর্তমানে কক্সবাজারের টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কক্সবাজারের টেকনাফ ১৬ এপিবিএনে কর্মরত সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ মনিরুজ্জামান-এর বিরুদ্ধে অদক্ষতা, অপেশাদারিত্ব, অসদাচরণ এবং দুর্নীতি পরায়ণতার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অভিযুক্তকে সরকারি চাকুরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা সমীচীন মর্মে বিবেচিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি (মনিরুজ্জামান) বাংলাদেশ সার্ভিস রুল (বি.এস,আর) পার্ট-১, বিধি-৭১ মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এসএস/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
ঢাকা উত্তর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক শাহীন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা