যে অপরাধে সাময়িক বরখাস্ত হলেন এএসপি মনিরুজ্জামান

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ মনিরুজ্জামান মনিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিসিএস পুলিশ ক্যাডারের ৩৭তম ব্যাচের এই কর্মকর্তা বর্তমানে কক্সবাজারের টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কক্সবাজারের টেকনাফ ১৬ এপিবিএনে কর্মরত সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ মনিরুজ্জামান-এর বিরুদ্ধে অদক্ষতা, অপেশাদারিত্ব, অসদাচরণ এবং দুর্নীতি পরায়ণতার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অভিযুক্তকে সরকারি চাকুরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা সমীচীন মর্মে বিবেচিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি (মনিরুজ্জামান) বাংলাদেশ সার্ভিস রুল (বি.এস,আর) পার্ট-১, বিধি-৭১ মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এসএস/এসআইএস)

মন্তব্য করুন