পাঁচ অবৈধ ভিওআইপি ব্যবসায়ী গ্রেপ্তার

অবৈধ নেটওয়ার্ক বুস্টার ও রেডিও ট্রান্সমিটার বিক্রির সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি নেটওয়ার্ক বুস্টার ও রেডিও ট্রান্সমিটার জব্দ করা হয়েছে।
বুধবার সকালে ঢাকা টাইমসকে এ তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, “অবৈধ নেটওয়ার্ক বুস্টার ও রেডিও ট্রান্সমিটার বিক্রির সংঘবদ্ধ চক্রের মূলহোতা মো. জাহাঙ্গীরসহ পাঁচজন অবৈধ ভিওআইপি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা দীর্ঘদিন এই কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ বিষয়ে আজ দুপুরে র্যাব-৩ কার্যালয়ে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।”
(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এসএস/এফএ)

মন্তব্য করুন