ডিউটির সময় কৌশলে টিকিট কেটে কালোবাজারে বিক্রি করতেন তিনি

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে রেলের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে রেল কাউন্টারের এক বুকিং কর্মীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। তার নাম সাথী আক্তার।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।
তিনি বলেন, রাজধানীর বিমানবন্দর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেলওয়ে পুলিশের ঢাকা জেলার একটি দল অভিযান চালিয়ে কালোবাজারির অভিযোগে ক্যান্টনমেন্ট রেলস্টেশনের বুকিং সহকারী সাথী আক্তারকে গ্রেপ্তার করে।
নিজের আইডি দিয়ে টিকিট কেটে কালোবাজারে বিক্রি করতেন উল্লেখ করে এসপি আনোয়ার আরও বলেন, গ্রেপ্তার সাথী প্রতিদিন স্টেশনে ডিউটিতে আসার নিজের বুকিং আইডি দিয়ে বিভিন্ন তারিখের নানান গন্তব্যের ট্রেনের টিকিট কাটতেন। এরপর ডিউটি শেষে কেটে রাখা টিকিটগুলো কৌশলে লুকিয়ে স্টেশন ত্যাগ করতেন। পরবর্তীতে টিকিটগুলো তার চক্রের কালোবাজারীদের কাছে সুবিধাজনক স্থানে গিয়ে হস্তান্তর করে বিনিময়ে লভ্যাংশের টাকা বুঝে নিতেন।
রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, এই কাজে সাথী নিজের টাকা ইনভেস্ট করতেন। এছাড়া টিকিট কালোবাজারি ও দালালদের সরবরাহকৃত সাধারণ মানুষের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর এবং নিজের বুকিং আইডি ব্যবহার করতেন।
এছাড়া লেনদেনের গোপনীয়তা রক্ষায় দালালদের সঙ্গে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করতেন সাথী। গভীর রাতে বিমানবন্দর এলাকায় টিকিট ও অর্থের লেনদেন করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেপ্তার রেলওয়ে কর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এসএস/ইএস

মন্তব্য করুন