সংসদে গিয়ে রেলপথ, বিশেষায়িত হাসপাতাল ও কৃষি বিশ্ববিদ্যালয় চাইলেন এমপি মহুল

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪২| আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৯
অ- অ+

ঝিনাইদহ শহরে রেল সংযোগ, হার্ট ও কিডনি রোগের চিকিৎসার জন্য একটি বিশেষায়িত হাসপাতাল এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর দেওয়া বক্তব্যে তিনি এসব দাবি তুলে ধরেন। বক্তব্যের শুরুতে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সংগঠক, সম্মুখযোদ্ধা ও জাতীয় নেতাদেরকে স্মরণ করেন।

সংসদে উপস্থিত সংসদীয় দলের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের সব জেলাকে রেলসংযোগের আওতায় আনার উদ্যোগ নিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ঝিনাইদহ সদর উপজেলা ও ঝিনাইদহ শহর রেলসংযোগের আওতার বাইরে রয়েছে। তিনি উল্লেখ করেন, ব্রিটিশ আমলে ঝিনাইদহ শহর রেল সংযোগের আওতায় ছিল কিন্তু পরবর্তীকালে সেই রেললাইনটি তুলে দেওয়া হয়।

পদ্মায় রেল সেতুর সঙ্গে সংযোগ স্থাপনে ফরিদপুরের মধুখালী থেকে মাগুরা পর্যন্ত রেললাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাগুরা থেকে মাত্র ২৫ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হলে ঝিনাইদহ শহর জাতীয় রেল সংযোগের আওতায় চলে আসবে। আর সেখান থেকে মাত্র ১৫ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হলে জেলার মোবারকগঞ্জ স্টেশনের সঙ্গে সংযোগ স্থাপিত হবে। এতে করে আমার এলাকার মানুষের চলাচলের সুযোগ বৃদ্ধি পাবে এবং সেখানে উৎপাদিত কৃষি পণ্যের দেশব্যাপী বিপণন সহজতর হবে। এর ফলে জেলার মানুষ দেশের জাতীয় জিডিপিতে আরও বেশি মাত্রায় অবদান রাখতে সক্ষম হবেন।

জেলায় একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, তার নির্বাচনি এলাকা ঝিনাইদহ সদরে একটি ২৫০ শয্যা এবং হরিণাকুণ্ডু উপজেলায় একটি ৫০ শয্যার হাসপাতাল রয়েছে। কিন্তু এসব হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও অন্যান্য সহায়ক জনবলের ঘাটতি রয়েছে। এর পাশাপাশি নানা ধরনের চিকিৎসা সরঞ্জামেরও ঘাটতি রয়েছে। এমন পরিস্থিতিতে হৃদ্‌রোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ ও জটিল কিডনি রোগে আক্রান্তদের ভালো মানের চিকিৎসা নিশ্চিত করা যাচ্ছে না। ফলে ভুক্তভোগীদের ঢাকা ও ভারতের বিভিন্ন হাসপাতালে ছুটতে হচ্ছে। কিন্তু দূরদূরান্তের হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার মতো আর্থিক সঙ্গতি সবার নেই। তা ছাড়া এসব রোগের চিকিৎসা গ্রহণে দেরি হলে রোগীর প্রাণহানির ঝুঁকি বেড়ে যাওয়ার পাশাপাশি ভালো মতো আরোগ্য লাভের সম্ভাবনা হ্রাস পায়। সে জন্য তিনি এসব রোগের চিকিৎসায় জেলায় একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন।

বক্তব্যে ঝিনাইদহ-২ আসনের এই সংসদ সদস্য আরও বলেন, আমার জেলায় সাধুহাটী ও দত্তনগর নামক স্থানে দুটি বৃহৎ কৃষি খামার রয়েছে। ঝিনাইদহের উত্তরের জেলা কুষ্টিয়া এবং দক্ষিণের জেলা যশোরে বিশ্ববিদ্যালয় থাকলেও ঝিনাইদহে কোনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই। তাই জেলার ছেলেমেয়েরা উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এমন পরিস্থিতিতে জেলার প্রয়োজন বিবেচনায় নিয়ে কৃষি খামারের সুযোগ কাজে লাগিয়ে জেলায় একটি কৃষ্টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেন তিনি।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
A Monumental Work at Risk: Why Mobasher Ali, Chief editor of the History of Comilla District Must Be Preserved
Reimagining Management Education: The Role of Quantum Mechanics as a Metaphorical Lens for Complex Leadership
চরফ্যাশনে ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ
রক্তাস্বল্পতা দূর করে প্রাকৃতিক মহৌষধ ভেষজ আমড়া, ক্যানসার প্রতিরোধও সিদ্ধহস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা