চার ঘণ্টা বন্ধের পর জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

জামালপুর-ময়মনসিংহ রুটে যাত্রীবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ২৫৬ নম্বর লোকাল ট্রেনটির লাইনচ্যুত তিনটি বগি উদ্ধারের পর ট্রেনচলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন জামালপুর জংশন রেল স্টেশনের মাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ।
এর আগে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ওই লোকাল ট্রেনটি জামালপুরের পিয়ারপুর রেলস্টেশন অতিক্রমের সময় ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়।
পিয়ারপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মমিন জানান, ট্রেনটি লুপ লাইন থেকে মেইন লাইনে উঠার সময় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
দুর্ঘটনা কবলিত ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ স্টেশন থেকে ময়মনসিংহ পর্যন্ত চলাচল করে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এআর)

মন্তব্য করুন