কৃষি ও খাদ্যে বাংলাদেশ বিশ্বে প্রশংসিত: অর্থমন্ত্রী

বাংলাদেশ কৃষি ও খাদ্যে বিশ্বে এখন প্রশংসিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, এ ধারাবাহিকতায় উদ্ভাবনের শক্তিকে কাজে লাগিয়ে গ্রামীণ ক্ষুদ্র কৃষকদেরকে বহুমুখী ব্যবসার উদ্বুদ্ধ করতে হবে।
বুধবার ইতালির রাজধানী রোমে শুরু হওয়া দুদিনব্যাপী কৃষি উন্নয়নের জন্য আন্তর্জাতিক তহবিল IFAD-এর ৪৭তম গভর্নিং কাউন্সিলে অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে দুই দিন ব্যাপী (১৪ এবং ১৫ ফেব্রুয়ারি) সারা বিশ্ব থেকে রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, উন্নয়ন পেশাদার, উদ্ভাবন বিশেষজ্ঞ এবং ক্ষুদ্র মাপের কৃষকরা আলোচনা করছেন কীভাবে IFAD এবং এর অংশীদাররা উদ্ভাবনকে আরও ভালোভাবে ব্যবহার করে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
তিনি বলেন, বাংলাদেশের কৃষি ও খাদ্যে বিশ্বে এখন প্রশংসিত। এ ধারাবাহিকতায় উদ্ভাবনের শক্তিকে কাজে লাগিয়ে গ্রামীণ ক্ষুদ্র কৃষকদেরকে বহুমুখী ব্যবসার উদ্বুদ্ধ করতে হবে।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন ইতালিস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম।
দুইদিন ব্যপী আলোচনায় অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, উন্নয়ন ও উদ্ভাবন বিশেষজ্ঞ এবং সারা বিশ্বের ক্ষুদ্র কৃষকদের প্রতিনিধিরা।
এবারের আসরে ভবিষ্যত গড়ে তোলার জন্য উদ্ভাবনের শক্তিকে কাজে লাগানোর উপর জোড় দেয়া হচ্ছে। যেখানে খাদ্য নিরাপত্তা এবং উন্নয়নশীল দেশগুলিতে ক্ষুদ্র আকারের কৃষক ও গ্রামীণ উৎপাদকদের কাছে গ্রহণযোগ্যতা পায়।
জলবায়ু পরিবর্তন, রাজনৈতিক বিভাজন, সংঘাত, অর্থনৈতিক অস্থিতিশীলতা, অসমতা এবং সীমান্ত প্রযুক্তির উত্থানসহ জটিল এবং আন্তঃসম্পর্কিত চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য বিশ্ব নেতারা মনে করেন, এখন নতুন পদ্ধতির প্রয়োজন, যা আজকের বিশ্বকে চিহ্নিত করে এবং সবচেয়ে দরিদ্র গ্রামীণ জনগোষ্ঠীর ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আরো বলেন, বিশ্বের জটিল চ্যালেঞ্জগুলি শুধু প্রচলিত পদ্ধতির ওপর নির্ভর না করে, দরকার নতুন চিন্তা, নতুন ধারণা, নতুন পন্থা। এসব কথা বলেন উপস্থিত নেতৃবৃন্দ। IFAD-এর ৪৭তম গভর্নিং কাউন্সিলে তারা আরও বলেন, এখন প্রয়োজন উদ্ভাবনের শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। যেখানে বাংলাদেশ পরিবর্তনশীল বিশ্বে উন্নতি লাভ করতে চ্যালেঞ্জগুলির সমাধান খুঁজে এগিয়ে যেতে হবে।
(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এআর)

মন্তব্য করুন