বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

​​​​​​​বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৯
অ- অ+

বগুড়ার শাজাহানপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক হেলপারসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোর সাড়ে ৫টায় উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বীরগ্রাম নামক স্থানে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাক দুটির চালক নাটোর সদর উপজেলার আল আমিন (৩৯) কুড়িগ্রাম সদর উপজেলার কুদ্দুস মিয়া (৩৭) এবং ট্রাকের হেলপার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নূর ইসলাম (২২)

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদল ইসলাম বলেন, বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাওয়ার সময় ঘটনাস্থল বীর গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুড়িগ্রামগামী একটি কয়লাবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক এক হেলপার নিহত হন। পরে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ট্রাক দুটি জব্দ আছে ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে ধর্ষণ ও নারী নির্যাতন মামলার মূলহোতা শাহপরানের ৫ দিনের রিমান্ডে
সিরিজ হারের পর ব্যর্থতা স্বীকার করে যা বললেন মিরাজ
আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ
বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা