শেরপুরে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

শেরপুরের ঝিনাইগাতীর তেঁতুলতলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে খোরশেদ আলম (২৩) নামে এক অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আহত হয়েছেন আরও দুইজন।
রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম ঝিনাইগাতীর জুলহাস উদ্দিনের ছেলে।
আহতরা হলেন- মাদরাসা শিক্ষক আবদুল কাদের (৪৫) ও অটোরিকশাচালক বিল্লাল হোসেন। তাদেরকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, তেঁতুলতলা এলাকায় অটোরিকশা ও পান ভর্তি একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকটি উল্টে রাস্তার ওপর পড়ে যায় এবং অটোরিকশাযাত্রী খোরশেদ আলম ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ঝিনাইগাতীর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করেছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করেছি। এখন পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন