মির্জাপুরে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৫| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৯
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন।

রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে মির্জাপুরের গোড়াই-সখীপুর সড়কের বাঁশতৈল তেলিপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল (আবুল মার্কেট) এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে লুৎফর রহমান ওরফে মইজুদ্দিন (৪০), তেলিপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম (৪৫), উয়ার্শী ইউনিয়নের নগর ভাতগ্রাম গ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে আকাশ মিয়া (৩০) ও সিএনজি অটোরিকশা চালক বাঁশতৈল নয়াপাড়া গ্রামের সমেজ উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম (৩৫)।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) হুমায়ূন কবীর জানান, রবিবার দুপুরে সখীপুর থেকে সিএনজি চালিত অটোরিকশা মির্জাপুরের গোড়াই হাঁটুভাঙা রোডের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার তিন যাত্রী মারা যায়। আহত অবস্থায় চালক নাজমুল ইসলামকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। নিহতরা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর পিকআপভ্যানের চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা