পায়রা থেকে উত্তরবঙ্গে পণ্য পৌঁছানোর রুট চালু করতে সহযোগিতা চাইলেন রাসিক মেয়র

ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি এবং পায়রা বন্দর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পণ্য পৌঁছে দেওয়ার রুট চালু করতে পায়রা বন্দর কর্তৃপক্ষের সহযোগিতা চাইলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার, সরকারের রাজস্ব আয় বাড়বে এবং কর্মসংস্থান বাড়বে।
মঙ্গলবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দর পরিদর্শনে গিয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে মতবিনিময় সভায় রাসিক মেয়র এসব কথা বলেন।
মতবিনিময় সভায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নিকট বন্দরের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। সভায় রাসিক মেয়র পায়রা বন্দরের সঙ্গে সুলতানগঞ্জ ও রাজশাহী নৌবন্দরের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি এবং পায়রা বন্দর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পণ্য পৌঁছে দেওয়ার রুট চালুকরণে পায়রা বন্দর কর্তৃপক্ষের সহযোগিতা চান।
সভায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর সম্প্রতি রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ পোর্ট অব কল এবং ভারতের মুর্শিদাবাদের মায়া বন্দর থেকে সুলতানগঞ্জ পর্যন্ত নৌপথে পণ্যবাহী নৌযান চলাচল শুরু হয়েছে। আগামীতে রাজশাহী শহরেও নৌবন্দর স্থাপন করা হবে।
পায়রা বন্দর কর্তৃপক্ষের সহযোগিতা চেয়ে রাসিক মেয়র বলেন, সুলতানগঞ্জ ও রাজশাহীর নৌবন্দরের ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্যে পায়রা বন্দরে কার্যক্রম পরিদর্শনে এসেছি। এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। নৌপথে বাণিজ্যের মাধ্যমে রাজশাহীর অর্থনীতি গতিশীল এবং কর্মসংস্থান সৃষ্টি করতে চাই।
এ সময় পায়রা বন্দর কর্তৃপক্ষ রাজশাহীর নৌবন্দরের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
দিনব্যাপী পায়রা বন্দরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে তিনি একটি আম গাছের চারা রোপণ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমডোর রাজীব ত্রিপুরা, সদস্য (হারবার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন (ট্যাজ), প্রকল্প পরিচালক ক্যাপ্টেন এম মনিরুজ্জামান, পরিচালক (বোর্ড) মো. আব্বাস উদ্দীন, পরিচালক (ট্রাফিক) মো. আতিকুল ইসলাম, হারবার মাস্টার (অতি.দা.) ও ডক মাস্টার ক্যাপ্টেন এসএম শরিফুর রহমান, যুগ্ম পরিচালক (এস্টেট) অমিত চক্রবর্তী, উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান, উপ-পরিচালক (প্রোগ্রামার) মোহাম্মদ ছোয়াদরুল আমিন, নির্বাহী প্রকৌশলী (জেটি) মোস্তফা আশিক আলী, পাইলট মো. সাইফুল ইসলাম ভূইয়া, যুগ্ম পরিকল্পনা প্রধান (অতি.দা.) মোহাম্মদ আলী, উপ-পরিচালক (জেট) এসএম শাহাদৎ হোসেন, উপ-পরিচালক (নিরাপত্তা-অপারেশন) লে. কমান্ডার রিফাত মাহমুদ, পাইলট গোলাম রাব্বানীসহ পাবকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুলতানগঞ্জ পোর্টস পিএলসির পরিচালক সদস্য লে. জেনারেল (অব.) আবুল হোসেন, মো. মাহাবুবুর রহমান, লে. কর্নেল (অব.) মো. আখতার ইকবাল, ড. শামীম আহমেদ. ড. মোহাম্মদ এ.এ. সরদার, লে. কর্নেল (অব.) ইমতিয়াজ প্রমুখ
এর আগে সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় পায়রা বন্দরে পৌঁছালে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুল দিয়ে স্বাগত জানান পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/এআর)

মন্তব্য করুন