পুত্র সন্তানের মা-বাবা হলেন কোহলি-আনুশকা দম্পতি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৪| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৯
অ- অ+

ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি ও বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মা পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন। এটি তাদের দ্বিতীয় সন্তান। তিন বছর আগে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী। এই দম্পতির মেয়ে ভামিকার জন্ম হয়েছিল ২০২১ সালের ১১ জানুয়ারি। অবশেষে তিন বছর পর তাদের সংসারে দ্বিতীয় সন্তানের আগমনের খবর দিলেন বিরাট কোহলি। আনুশকা ও কোহলির ঘর আলোকিত করে কন্যার পর এবার এসেছে পুত্র সন্তান।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে সুখবরটি নিজেই দিয়েছেন কোহলি।

জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। বিশেষ করে ঘরের মাঠে চলমান ইংল্যান্ড সিরিজ থেকে কোহলির নাম প্রত্যাহার করে নেয়ার পর স্ত্রী আনুশকার সন্তানসম্ভবার বিষয়টি আরও স্পষ্ট হয়। তবে কোহলি কিংবা ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) পুরো বিষয়টি গোপন রেখেছিলেন।

এমনকি কোহলি খবরটিও দিয়েছেন সন্তান পৃথিবীতে আসার পাঁচ দিন পর। নিজের সামাজিক মাধ্যমে কোহলি লেখেন, ‘সবাইকে খুশির সঙ্গে জানাচ্ছি যে ১৫ ফেব্রুয়ারি আমরা আমাদের পুত্র সন্তান ও ভামিকার ছোট ভাইকে এ পৃথিবীতে স্বাগতম জানিয়েছি। আমাদের এমন সুন্দর মুহূর্তে আপনাদের আশীর্বাদ চাই।’

এসময় সমর্থকদের তাদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রাখতেও অনুরোধ করেন কোহলি। ইতোমধ্যে ভূমিষ্ঠ সন্তানের নামও রেখেছেন কোহলি-আনুশকা দম্পতি। নিজেদের নামের সঙ্গে মিলিয়ে পুত্রের নাম রেখেছেন অকয়। ভালোবেসে ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে তাদের কোলজুড়ে আসে প্রথম কন্যা সন্তান ভামিকা।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/এলএম/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জনগণের সমস্যা সমাধানে পাশে থাকবে বিএনপি’
ডিপিএল: শেষ বলে পারটেক্সের এক উইকেটের শ্বাসরুদ্ধকর জয়
পানির উৎস ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণের দাবি উপকূলবাসীর
সুন্দরবনের গহিনে আগুন জ্বলছে, পানি নেই, কাটা হচ্ছে ফায়ার লাইন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা