আজ শুরু হচ্ছে পোস্তগোলা সেতুর মেরামত কাজ, বিকল্প পথ ব্যবহারের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৭| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৪
অ- অ+
পোস্তগোলা সেতু (ছবি-সংগৃহীত)

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের তৃতীয় কিলোমিটারে অবস্থিত পোস্তগোলা সেতুর মেরামত রেট্রোফিটিংয়ের কাজ শুরু হচ্ছে আজ। আগামী ৮ মার্চ পর্যন্ত চলবে এ মেরামত কাজ।

মেরামত কাজ চলাকালীন সময় এই মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে সড়ক জনপথ অধিদপ্তর।

কাজ চলাকালীন সময় বাড়িতি যানজটের শঙ্কার কথা জানিয়ে সড়ক জনপথ বিভাগের ঢাকা জোনের গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হালকা যানবাহনগুলো ২৪ ২৬ ফেব্রুয়ারি এবং , মার্চ বিকল্প সড়ক ব্যবহার করবে। আর ২২ ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভারী যানবাহনগুলো বিকল্প সড়ক ব্যবহার করবে।

হালকা যানবাহনের তালিকায় বাস, মাইক্রোবাস সিএনজি অটোরিকশার কথা বলা হয়েছে গণবিজ্ঞপ্তিতে। এসব যানবাহন ২৪ ২৬ ফেব্রুয়ারি এবং , মার্চ বিকল্প সড়ক ব্যবহার করবে।

এদিকে বিষয়টি মাথায় রেখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্র্যাফিক বিভাগসহ সাতটি সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা বৈঠক করেছেন। বৈঠকে যানজট নিরসন বিকল্প সড়ক নির্ধারণে সড়ক জনপথ অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও অরোরা স্পেশালাইজড হাসপাতালের মধ্যে চুক্তি
প্রশাসনের সিদ্ধান্তহীনতা ও সেচপাম্প মালিকদের দৌরাত্ম্যে অনিশ্চিত সেচসুবিধা
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি 
জুলাই-আগস্টে সহিংসতার ছবি-ভিডিও আপলোডের আহ্বান পুলিশের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা