প্রতারণা মামলায় ট্রান্সকমের সব আসামির জামিন

প্রতারণার তিনটি মামলায় ট্রান্সকম গ্রুপের দুই পরিচালকসহ পাঁচ কর্মকর্তার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে বাদীপক্ষ আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে।
আসামি পক্ষের আইনজীবী এ কে এম মুহিউদ্দিন ফারুক (মাহী) আদালতের শুনানি শেষে বলেন, তিনটি মামলার একটিরও কোনো ভিওি নেই। তিনটি মামলাই মিথ্যা।
জামিন পাওয়া ব্যক্তিরা হলেন ট্রান্সকম গ্রুপের নির্বাহী পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স-আইন) মো. ফখরুজ্জামান ভূঁইয়া, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) কামরুল হাসান, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) আবদুল্লাহ আল মামুন, সহকারী কোম্পানি সচিব মোহাম্মদ মোসাদ্দেক ও ব্যবস্থাপক (কোম্পানি সেক্রেটারি) আবু ইউসূফ মো. সিদ্দিক।
আরও পড়ুন> ট্রান্সকম গ্রুপে দ্বন্দ্ব: মা-বড় বোনের বিরুদ্ধে শাযরেহ হকের তিন মামলা, এজাহারে যা আছে
(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এএম/কেএম)

মন্তব্য করুন