শ্রীপুরে কাঁঠাল গাছে ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৩| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৩
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে স্বামীর সঙ্গে ঝগড়া করে মুন্নি বেগম (২১) নামের এক গৃহবধূর কাঁঠাল গাছে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে কাঁঠাল গাছের ওড়না পেঁচিয়ে এ গৃহবধূ আত্মহত্যা করে।

মৃত গৃহবধূ মুন্নি বেগম শেরপুর জেলার নকল উপজেলার চরকুইয়া গ্রামের সানোয়ার হোসেনের স্ত্রী। তার স্বামী শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে ভাড়া থেকে কারখানায় শ্রমিকের কাজ করেন।

স্থানীয় বাসিন্দা রমজান আলী বলেন, বিভিন্ন সময় তাদের (স্বামী-স্ত্রী) মধ্যে ঝগড়া হতো। গতকাল রাতেও তাদের ঝগড়া হয়। সানোয়ার মুন্নিকে মারধর করে। ধারণা করা হচ্ছে মারধরের কারণে মুন্নি ঘরের বাইরে গিয়ে কাঁঠাল গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ্ বলেন, আজ শনিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। পরবর্তী আইনের পদক্ষেপ প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ব গাধা দিবস যেভাবে এলো
মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৪
টঙ্গীতে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা 
নৌপথে আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ, চোরাচালান দমনে কাজ করছে কোস্ট গার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা