ফিটনেসবিহীন গাড়িতে চড়েই ভৈরব হাইওয়ে পুলিশের নিয়মিত টহল

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৮
অ- অ+

ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে ফিটনেসবিহীন গাড়িতে চড়েই নিয়মিত টহলে যাচ্ছে ভৈরব হাইওয়ে পুলিশ। টহলে যাওয়া এসব গাড়িতেও নেই ফিটনেস।

সরেজমিনে দেখা যায়, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বুক চিড়েই চলে গেছে ঢাকা-সিলেট মহাসড়ক। এ উপজেলার শেষপ্রান্তে নরসিংদী জেলার মাহমুদাবাদ এলাকা। এ এলাকায় একটি লক্কড়ঝক্কড় গাড়িতে চড়েই টহল দিচ্ছেন ভৈরব হাইওয়ে থানার চার থেকে পাঁচজন পুলিশ সদস্য। টহলে থাকা গাড়িটির রং নষ্ট হয়ে গেছে, সামনের দুটি হেডলাইট আছে কিন্তু ডানে-বায়ে মোড় নির্দেশক বাতি নেই। ইঞ্জিনের সামনের অংশ ভাঙা, কয়েক জায়গায় তার দিয়ে বাঁধা, কিছু অংশে ঝালাই দেওয়া। চলছে খুব ধীরগতিতে। সামনের দুই দরজাও নড়বড়ে, দরজার লক ভাঙা রয়েছে।

পুলিশের গাড়িরচালক জানান, গাড়িটি অনেক পুরোনো। মাঝেমধ্যেই পথে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তখন সবাই মিলে ধাক্কা দিয়ে চালু করতে হয়। এইভাবে প্রতিদিন মহাসড়কে টহল দিতে ঝুঁকি নিয়েই গাড়ি নিয়ে বের হতে হয়।

টহলের থাকা ভৈরব হাইওয়ে থানার কর্মরত (এসআই) আবু জাফর শামসুদ্দিন বলেন, ঝুঁকি নিয়েই ফিটনেসবিহীন গাড়িতে চড়েই প্রতিদিন ডিউটিতে যেতে হয়। থানায় থাকা গাড়িরই একই অবস্থা।

ভৈরব হাইওয়ে থানার (ওসি) মো. সাজু মিঞা বলেন, শুধু আমাদের থানার গাড়ির অবস্থা খারাপ নয়। দেশের অধিকাংশ হাইওয়ে থানার গাড়ির বেহাল অবস্থা। ফিটনেসবিহীন গাড়িতেই চলতে হচ্ছে। কিন্তু দুটি গাড়ির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হয়েছে। আশা করছি আমাদের থানায় খুব দ্রুত সময়ের মধ্যই নতুন গাড়ি যুক্ত হবে।

এ বিষয়ে গাজীপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান মুঠোফোনে জানান, আমাদের হাইওয়ে থানাগুলোতে পুরাতন গাড়ি রয়েছে। তবে সেসব গাড়িগুলো পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্য সকল হাইওয়ে থানায় আধুনিক প্রযুক্তি নির্ভর নতুন গাড়ি যুক্ত হবে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নোয়াখালীর সব প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা, শিক্ষকদের প্রস্তুত থাকার নির্দেশ
মিরসরাইয়ের নিষিদ্ধ ট্রেইল মেলখুমে দুই পর্যটকের মৃত্যু, আহত ৩
টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবার বড় চালান জব্দ, স্ত্রী আটক— চোরাকারবারি পলাতক
তামাকের কারণে প্রতিদিন ৪৪২ মৃত্যু ঠেকাতে ঢাবিতে প্রতীকী কফিন র‍্যালি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা