ইবি ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মহাসড়কে টাকা ছিনতাইয়ের অভিযোগ  

ইবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৩| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৫
অ- অ+

ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে চলাচলকারী নিউ গ্রীন এক্সপ্রেস পরিবহনের সুপারভাইজারের কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কর্মী শিমুল খান ও তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযুক্ত শিমুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী।

রবিবার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন নিউ গ্রীন এক্সপ্রেস পরিবহনের সুপারভাইজার নাজমুল হক।

ভুক্তভোগীর অভিযোগপত্রে বলা হয়, ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়ে রবিবার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিমুল খানের নেতৃত্বে ৮/১০ জন ছেলে হাতে লাঠি-সোঁটা নিয়ে গাড়ির সামনে এসে গাড়িটি গতিরোধ করে। ড্রাইভার গাড়ি থামানো মাত্র লাঠি দিয়ে গাড়ির সামনের গ্লাস ফাটিয়া দেয়। যার আনুমানিক মূল্য ৩৮ হাজার টাকা।

পরে ছেলেগুলো গাড়ীর মধ্যে উঠে সুপারভাইজার, ড্রাইভার ও হেলপারকে এলোপাতাড়ি মারধর করে। সাথে থাকা উত্তোলিত গাড়ি ভাড়া নগদ ৩১ হাজার ৮৪০ টাকা শিমুল খান জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের কর্মী শিমুল খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, কালকের ঘটনাস্থলেই আমি ছিলাম না। ছিনতাইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, হোয়াটসঅ্যাপে অভিযোগটা পাঠিয়েছে। ওটা আমি দেখেছি। কিন্তু অভিযোগটা অফিসিয়াল আসতে হবে। আজকে তো অফিস বন্ধ। আগামীকাল যদি অফিসিয়ালে আসে। তাহলে আমরা করণীয় নির্ধারণ করবো।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক
বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে রাসিকের সাবেক মেয়রের এপিএস গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আ.লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীদের নামাজ আদায়
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা