রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব ওয়াহিদুল ইসলামের চুক্তির মেয়াদ বাড়ল

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খানের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় তার চুক্তির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী ওয়াহিদুল ইসলাম খানকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ২০২৪ সালের ১ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে জনবিভাগের সচিব (সংযুক্ত) হিসেবে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
ওয়াহিদুল ইসলাম ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি অবসরে যান। এরপর থেকে তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পান। সবশেষ গতবছরের সেপ্টেম্বরে তার চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ বাড়ানো হয়।
বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ১৯৮৬ সালে কর্মজীবন শুরু করেন। কর্মক্ষেত্রে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন।
(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এসএস/ইএস)

মন্তব্য করুন