নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমিরুল ইসলাম বাপনের ‘মস্তকের বিস্ফোরণ’

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৪
অ- অ+

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা-২০২৪ এ প্রকাশিত হয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমিরুল ইসলাম বাপনের প্রথম কাব্যগ্রন্থ ‘মস্তকের বিস্ফোরণ’। বইটি প্রকাশ করছে শিখা প্রকাশনী।

সাদিত-উজ্-জামানের প্রচ্ছদে ৫ ফর্মার বইটিতে ৬৯টি কবিতাসহ রেজিমেন্ট নামে রয়েছে দুই লাইনের ১৯টি অনুকবিতা। বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা।

বইমেলায় শিখা প্রকাশনীর স্টলে ছাড়াও অনলাইনে রকমারি ও বই ফেরিসহ বেশ কয়েকটি প্লাটফর্মে অর্ডার করে ঘরে বসেই বইটি সংগ্রহ করা যাচ্ছে।

আমিরুল ইসলাম বাপন পড়াশোনা করছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে। তার কবিতায় রয়েছে আগ্রাসন, হাহাকার, প্রেমহীনতা, ভালোবাসাবাসি, রেষারেষি, উদার-সম্প্রীতি, ব্যর্থতা ও সম্ভাবনা।

কবি বাপন বলেন, ‘বইমেলায় পাঠক আসছে, এসে ‘মস্তকের বিস্ফোরণ’ খুঁজছে। যাদের জন্য আমার এই প্রয়াস, তারা সেটাকে চাচ্ছে, গ্রহণ করছে, এই যে একটা চোখ নিঃসৃত অনুভূতি, প্রথমবারের মতো প্রকাশিত বই নিয়ে এর চেয়ে বেশি আনন্দের আর কিছুই হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘চারপাশে সংঘটিত নানান অসংগতি থেকে জাগ্রত হওয়া দুঃখবোধ আর ক্ষোভই হলো আমার ছোটবেলা থেকে লেখালেখির কারণ। কবিতায় প্রকাশ করা নিজের উপলব্ধির বিষয়গুলোর সমন্বয় বই রূপে মানুষের কাছে পৌঁছে দেওয়ার স্বপ্ন ছিল। পরে কিছু মোহ-বিরহের কবিতা যুক্ত করে বইটা করতে পেরেছি।

শিখা প্রকাশনী থেকে আসা ‘মস্তকের বিস্ফোরণ’ নামের বইটি পড়ে পাঠক-মগজ ন্যূনতম হলেও বিস্ফোরিত হবে, এ প্রত্যাশা করেছেন লেখক বাপন।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা