নওগাঁর নিয়ামতপুরে ৪ দোকানিকে জরিমানা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৫

নওগাঁর নিয়ামতপুরে ভোক্তা অধিকার আইনে ৪ দোকানিকে পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে ভোক্তা অধিকার আইনের ৩৮ ও ৫২ ধারায় দোকান অপরিষ্কার, অব্যবস্থাপনা ও মূল্য তালিকা না থাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযান চালিয়ে উপজেলা সদরের হাবিবা স্টোরকে এক হাজার, সালাউদ্দিন স্টোরকে তিন হাজার, বর্ষা-ঋতু স্টোরকে এক হাজার ও জাহানারা স্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রশাসন বদ্ধ পরিকর। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অভিযান পরিচালনার সময় পুলিশের একটি দল উপস্থিত ছিল।

(ঢাকা টাইমস/২৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :