নিখোঁজের ৫দিন পর সবজি খেতে মিলল যুবকের লাশ

​​​​​​​নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৫
অ- অ+

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের একটি সবজি খেত থেকে মো. শরীফ (২৭) নামের এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত / দিন ধরে সে নিখোঁজ ছিল বলে জানা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত শরীফ ওই ওয়ার্ডের মুন্সি আবদুল আজিজের বাড়ির মিয়া মিস্ত্রির ছেলে। সে শারীরিক প্রতিবন্ধী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত / দিন ধরে নিখোঁজ ছিল শরীফ। পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পায়নি। বৃহস্পতিবার বিকালে ৩নং ওয়ার্ডের একটি সবজি খেতে স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, নিহত শরীফ শারীরিকভাবে প্রতিবন্ধী। তার পায়ে সমস্যা। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। মৃতদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

(ঢাকাটাইমস/২৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা