বেইলি রোডের আগুনে পুড়ে মারা গেলেন নজরুল গ্রুপের চেয়ারম্যানের ছেলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৪, ১১:১৫
অ- অ+

বেইলি রোডের আগুনে পুড়ে মারা গেছেন নজরুল ইন্ডাস্ট্রিজের (পাইপ ও ফিটিংস) চেয়ারম্যানের ছেলে নাজমুল ইসলাম (২২)। কোম্পানিটির মালিক নজরুল ইসলামের চার ছেলের মধ্যে নিহত নাজমুল মেজ।

নিহত নাজমুলের মামি সাবরিনা আক্তার তিশি ঢাকা টাইমসকে জানান, তাদে পরিবার বনানীতে থাকে। চার বন্ধু মিলে বেইলি রোডে খেতে গিয়েছিলেন নাজমুল। আগুন লাগার পর দুই বন্ধু বের হতে পারলেও নাজমুল ও জুনায়েদ নামের আরেক বন্ধু বের হতে পারেনি বলে কাল রাতে তাদেরকে মুঠোফোনে জানান। তাদের ফোন পাওয়ার পরই পরিবারের সদস্যরা বেইলি রোডে খোঁজাখুঁজি করে না পেলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে মরদেহ শনাক্ত করেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মরদেহ আসে। এ সময় নাজমুল ইসলামের পিতা, মামা, মামি নাজমুলের লাশ শনাক্ত করেন।

বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বেইলি রোডে গ্রিন কোজি কটেজে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে ভয়াবহ এ আগুন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছে।

(ঢাকাটাইমস/১মার্চ/এএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডাকসু নির্বাচন নিয়ে প্রশাসনকে ছাত্রদলের ২৭ প্রস্তাবনা
বাকশাল করতে গিয়ে শেখ মুজিবকে সপরিবারে প্রাণ দিতে হয়েছিল: মামুনুল হক
ঋণের সুদের হার কমাতে চীনকে অনুরোধ করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা