গোপালগঞ্জে সেবাশ্রমের পূজারীকে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২৪, ১৯:৪০
অ- অ+

গোপালগঞ্জ সদর উপজেলার মালিবাতা গ্রামের মালিবাতা বিশ্ববন্ধু সেবাশ্রমের পুরোহিত হাসিলতা বিশ্বাসকে (৭০) শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর লুট করা হয়েছে স্বর্ণালংকার ও মন্দিরের প্রণামি টাকাসহ মূল্যবান জিনিসপত্র।

রবিবার সকালে পুলিশ মন্দিরের ভেতর থেকে হাত-পা বাধা ও মুখে কাপড় ঢোকানো অবস্থায় হাসিলতার লাশ উদ্ধার করে।

নিহত হাসিলতা বিশ্বাস সদর উপজেলার নিজড়া গ্রামের দোয়ানী পাড়ার মৃত বিপিন বিশ্বাসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত আড়াই বছর ধরে বিশ্ববন্ধু সেবাশ্রমের পুরোহিতের দায়িত্ব পালন করে আসছিলেন হাসিলতা। তিনি সেবাশ্রমের মন্দিরের একটি কক্ষে একাই থাকতেন। শনিবার রাতের যে কোন সময় আশ্রমের তালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে হাসিলতাকে হত্যা করে মন্দিরের পূর্বপাশের বারান্দায় ফেলে রেখে যায়। লুট করে নেয়া হয় পুরোহিতের স্বর্ণালংকার, প্রণামি বাক্সের টাকা ও মূল্যবান জিনিসপত্র।

রবিবার সকাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সিআইডির ক্রাইম সিনের একটি দল সেবাশ্রমে গিয়ে আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

তদন্ত করে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। তবে কে বা কারা হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

(ঢাকা টাইমস/০৩মার্চ/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমান বিধ্বস্তের ঘটনায় মোদিকে প্রধান উপদেষ্টার শোকবার্তা
মে মাসে ৫৯৭ সড়ক দুর্ঘটনায় ৬১৪ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি
সিরাজগঞ্জে স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা 
বিমানটি আছড়ে পড়ে মেডিকেল কলেজের হোস্টেলে, ৫ শিক্ষার্থী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা