ছক্কায় ভাঙল গাড়ির কাচ, ব্যাটসম্যানের মাথায় হাত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০২৪, ১৮:২১

ভারতে চলছে নারীদের আইপিএল।গতকাল (সোমবার) ঘটে গেছে নজিরবিহীন এক ঘটনা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ব্যাটার এলিস পেরির একটি ছক্কা গিয়ে লাগে বাউন্ডারির লাইনের পাশে রাখা বিজ্ঞাপনের গাড়িতে। বলের আঘাতে ভেঙে যায় গাড়িটির কাচ।

সোমবার ইউপি ওয়ারিয়র্সের বিপক্ষে ব্যাট করতে নেমে ৩৭ বলে ৫৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন পেরি। ৪টি চারের পাশাপাশি ৪টি ছক্কা মেরেছেন তিনি। তারই একটি গিয়ে লাগে মাঠের বাইরে রাখা গাড়িটিতে। ভেঙে যায় জানালার কাচ। গাড়ির জানালার কাচ ভেঙে মাথায় হাত দিয়ে ক্রিজে বসে যান এই অজি ব্যাটার।

তখন এক ধারাভাষ্যকার বলেন, ‘তারা (স্পন্সর প্রতিষ্ঠান) তোমার কাছে জরিমানার রসিদ পাঠিয়ে দেবে। আমার মনে হয় গাড়িটা সে-ই পাবে। ভেঙেছ যখন গাড়িটা তুমিই রাখো!’

ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন পেরি। অস্ট্রেলিয়ার এই নারী ক্রিকেটার বলেন, ‘একটু ঘাবড়ে গিয়েছিলাম, ক্ষতিপূরণ দেয়ার মতো ইনস্যুরেন্স আমার আছে কি না, ভাবছিলাম সেটিই।’

ইউপি ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচটি জিতেছে পেরির দল বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে ১৯৮ রানের বিশাল পুঁজি পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জবাবে ১৭৫ রানে থামে ইউপি ওয়ারিয়র্স।

(ঢাকাটাইমস/০৫মার্চ/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :