অশ্বিনকে ‘স্পিন মাস্টার’ তকমা দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক

চলছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পঞ্চম টেস্ট। এই টেস্টে একটি মাইলফলক স্পর্শ করেছেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ১০০তম টেস্ট খেলতে নেমেছেন ভারতের এই স্পিনার।মূলত একজন অফ স্পিনার হলেও রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে প্রতিনিয়ত যোগ হয় নতুন নতুন অস্ত্র।
লম্বা ক্রিকেট ক্যারিয়ারে বরাবরই ব্যাটারদের ভালো পড়তে পারেন। তাছাড়া প্রতিপক্ষ ব্যাটারদের নিয়ে তার হোম ওয়ার্কও বেশ ভালো হয়। এসব গুণ এই ভারতীয় স্পিনারকে বাকিদের থেকে আলাদা করেছে।ভারতের সর্বকালের সেরাদের একজন অশ্বিনকে প্রশংসায় ভাসিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
মাত্র ১৪তম ভারতীয় ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলতে নেমেছেন অশ্বিন। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন এই স্পিনার। ছাড়িয়ে গেছেন অনিল কুম্বলেকে, যিনি ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন।
অশ্বিনের ১০০তম টেস্টের দিন তাকে 'গার্ড অব অনার' দিয়েছে পুরো ভারত দল। আর ৩৭ বছর বয়সী এই স্পিনারকে প্রশংসায় ভাসিয়েছেন দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ পন্টিং। একসময় দিল্লিতে পন্টিংয়ের অধীনে খেলেছেন অশ্বিন। সেখানে অশ্বিনকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন পন্টিং। যার কারণে, এমন এক দিনে তার প্রশংসা করতে ভুল করেননি অজি লিজেন্ড।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের মন্তব্য, 'যেকোনো কন্ডিশনে স্পিনের ‘মাস্টার’ তিনি। সে একজন অবিশ্বাস্য ক্রিকেটার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দিল্লিতে থাকাকালীন আমি দুই-এক বছর তার কোচ হওয়ার সুযোগ পেয়েছিলাম। তার সাথে কাজ করে বেশ ভালো লেগেছে। খেলা নিয়ে তার অনেক তত্ত্ব ও দর্শন রয়েছে, যেটা আমি খুব পছন্দ করি। সে সবসময় কিছু জিনিস ব্যতিক্রমভাবে করতে চায়। তবুও সে বোলার হিসেবে সবসময় উন্নতির জায়গা খোঁজে।'
এদিকে ধর্মশালা টেস্টে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোও ১০০তম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেছেন। সিরিজের পঞ্চম টেস্টে মাঠে নেমেছে ভারত ও ইংল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।
(ঢাকাটাইমস/০৭মার্চ/এনবিডব্লিউ)

মন্তব্য করুন