ঝিনাইদহে নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৪, ০০:০২
অ- অ+

ঝিনাইদহে নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপি মেলা অনুষ্ঠিত হয়।

হোম বেইজড গার্মেন্টস নারী শ্রমিকদের অংশ গ্রহণে অক্সফ্যাম ইন বাংলাদেশের সহায়তায় ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর আয়োজনে মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় ঝিনাইদহ পৌরসভা, কালিচরণপুর পাগলাকানাই ইউনিয়নের ১৬টি দল অংশ গ্রহণ করেন।

সকালে মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চেীধুরী। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহামন, নুরুন নাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জেলা জোটের আহ্বায়ক এনএম শাহাজালাল, ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর পরিচালক শরিফা খাতুন, ওয়াজির আলী স্কুলের প্রধান শিক্ষক নাহিদ আক্তার, মহিলা কাউন্সিলর বুলবুলি খাতুন, ফারহানা রেজা আনজু, আস্থার সম্পাদক জান্নাতুল ফেরদৌস, জেলা জোটের সদস্য ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি জাফর উদ্দীন রাজু, সাংবাদিক কামরুজ্জামান ইসি কমিটির সভাপতি সালেহা বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে নারীদের বালিশ বদল, টেনিস বল নিক্ষেপ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সমৃদ্ধি প্রকল্পের সমন্বয়কারী মো. ছাব্দার হোসেনের উপস্থাপনায় সভাপতিত্ব করেন আমেনা খাতুন কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু। বিকালে পুরস্কার বিতরণের মাধ্যমে মেলার সমাপনী ঘোষণা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল হাই সিদ্দিক উত্তরা ব্যাংকের ব্যবস্থাপক প্রশান্ত কুমার বর্মনসহ জেলা জোটের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৯মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সড়ক দুর্ঘটনায় সখীপুরের জামায়াত নেতার মৃত্যু
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
মানসিক স্বাস্থ্য ভালো রাখার ১০ উপায়
কারাগারে সেলিনা হায়াৎ আইভী, যে মামলায় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা