টাঙ্গাইলে লুঙ্গির কারখানায় আগুন, ৫ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৪, ১৬:১৭| আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৬:১৮
অ- অ+

টাঙ্গাইলে এটিএম লুঙ্গি কারখানায় তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। রবিবার দুপুর পৌনে ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় দুপুর পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন মালিক পক্ষ। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া এলাকায় অবস্থিত এটিএম লুঙ্গি কারখানার তুলার গোডাউনের পাশেই কারখানার ওয়ার্কশপে আগুনের শিখা দেখা যায়। পরে সেটি মুহূর্তের মধ্যেই তুলার গোডাউনে ছড়িয়ে পড়ে। এসময় গোডাউনে কর্মরতরা চিৎকার শুরু করলে অন্যান্য শ্রমিকরা এগিয়ে গিয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলে টাঙ্গাইল ফায়ার সার্ভিসসহ পাঁটি ইউনিট কাজ করে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। ফায়ার সার্ভিসের পাঁটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। কোন হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত শেষে আগুন লাগার কারণ জানা যাবে।’

এটিএম লুঙ্গি কারখানার উইভিং সেক্টরের পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘তুলায় থাকা লোহা জাতীয় কোন কিছু ছিটকে কারেন্টে লেগে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।’

(ঢাকা টাইমস/১০মার্চ/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা শুরু রবিবার: যুক্তরাষ্ট্র
সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আরও ৩৪ আইনজীবী নিয়োগ
অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন বাবর
চাঁদপুরের সাবেক ৫ ইউপি চেয়ারম্যান কারাগারে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা