ভেড়ামারায় পানের বরজে লাগা আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

কুষ্টিয়ার ভেড়ামারায় পানের বরজের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
রবিবার বিকাল সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে দুপুর ১২টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় পানের বরজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেলে ভেড়ামারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, কুষ্টিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, মিরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, কুমারখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রূপপুর গ্রিন সিটি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করে ঢাকা টাইমসকে বলেন, দুপুরের দিকে রায়টা পাথরঘাট মাঠের প্রায় ৩ হাজার বিঘা আয়তনের একটি পানের বরজে আগুন লাগে। মুহূর্তে পাশের বরজেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। তবে স্থানীয়রা ধারণা করছেন সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলেও জানান তিনি।
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বলেন, আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। রায়টা থেকে শুরু করে বাহাদুর পর্যন্ত কয়েক বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।
(ঢাকাটাইমস/১০মার্চ/পিএস)

মন্তব্য করুন