শেষ হলো বিসিএসআইআর আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৪, ২০:৫৫
অ- অ+

বিসিএসআইআর-এর গোল্ডেন জুবিলি পালন উপলক্ষে এবং বিজ্ঞান গবেষণায় বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে বিসিএসআইআর আয়োজিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন (কংগ্রেস) শেষ হয়েছে।

রবিবার বিকাল সাড়ে ৫টায় বিসিএসআইআর-এর ধানমন্ডি ক্যাম্পাসে সম্মেলন শেষ হয়।

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় গবেষণা ইন্সটিটিউটের পাশাপাশি বিশ্বের প্রায় ৩০টির অধিক দেশের সহস্রাধিক গবেষক এই সম্মেলনে তাদের গবেষণাকর্ম তুলে ধরেন।

এই বিজ্ঞান সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয় ছিল চিকিৎসা বিজ্ঞানে ২০১৬ সালে নোবেল বিজয়ী জাপানি বিজ্ঞানী ডা. ইউসিনরি ওসুমু অসুস্থতা জনিত কারণে স্ব-শরীরে উপস্থিত হতে না পারায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে অনলাইনে তার ৩০ বছরের গবেষণা জীবন নোবেল প্রাপ্তির বিষয়টি তুলে ধরা। তিনি মনে করেন, একজন তরুণ বিজ্ঞানী যদি ইচ্ছে করে, সে দেশ বা বিশ্বের জন্য কিছু করে দেখাবে তা সে গবেষণার মাধ্যমে করতে পারে। একই সঙ্গে তিনি অর্জিত জ্ঞানকে গবেষণার মাধ্যমে বাস্তবে প্রয়োগের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অসুস্থতাজনিত কারণে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী আসতে না পারায় বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আলী হোসেন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের সূতিকাগার হিসেবে বিশেষ অবদান রাখতে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় দৃঢ়প্রতিজ্ঞ। আজকের এই বৈজ্ঞানিক সম্মেলনে তরুণ বিজ্ঞানীরা যে সকল গবেষণা আইডিয়া পেয়েছে তা গবেষণার মাধ্যমে বাস্তবে রূপ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির ভাষণে বিসিএসআইআর এর চেয়ারম্যান অধ্যাপক . মো: আফতাব আলী শেখ বলেন, ‘বঙ্গবন্ধু নতুন স্বাধীন দেশকে বিজ্ঞান গবেষণার উপর ভিত্তি করে এগিয়ে নেওয়ার উপর গুরুত্বারোপ করেন। তারই ধারাবাহিকতা আজকের এই বিজ্ঞান কংগ্রেস। সর্বশেষে তিনি এই কংগ্রেসকে সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানান।

(ঢাকাটাইমস/১০মার্চ/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা