অ্যাসরোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকের আগাম জামিন বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৪, ২২:২৮
অ- অ+

অর্থ আত্মসাতের মামলায় অ্যাসরোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদুল ইসলাম পরিচালক আমির হোসাইনের আগাম জামিন বাতিল করেছেন আদালত আসামিদের আগামী দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছেতাদের বিরুদ্ধে তথ্য গোপন করে আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এমন আদেশ দিয়েছেন হাইকোর্ট

রবিবার (১০ মার্চ) বিচারপতি শেখ জাকির হোসেন বিচারপতি কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেনএকই দিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান

পরে আদালত থেকে বেরিয়ে খুরশীদ আলম খান বলেন, জালিয়াতি অর্থ আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে এমন আদেশ দেওয়া হয়েছে

প্রথমে আসামিরা বিচারপতি মো. নজরুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আগাম জামিন আবেদন করেন হাইকোর্টের এই বেঞ্চ থেকে আবেদনটি ফেরত নেন তারা এই তথ্য গোপন করে বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চে নতুন করে জামিন আবেদন করেন আসামিরা গত মার্চ হাইকোর্ট তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন

আইনজীবী বলেন, জামিন আবেদন থাকার পরও তথ্য গোপন করে নতুন করে জামিন আবেদনের বিষয়টি আদালতের নজরে নিয়ে আসি আমরা আদালতের সঙ্গে ধরনের প্রতারণার কারণে দুই আসামির আগাম জামিন বাতিল করেছেন হাইকোর্ট

এদিকে জাল-জালিয়াতি অর্থ আত্মসাৎ মামলায় আগাম জামিন নিতে আসা এই আসামিদের হামলার শিকার হন বলে অভিযোগ করেছেন রাজধানীর বাড্ডার বিশিষ্ট পাথর ব্যবসায়ী আমিনুল ইসলাম তিনি বিচার চেয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কাছে আবেদন করেছেন

বাড্ডার মেসার্স ভাই ভাই ট্রেডার্সের কর্ণধার আমিনুল ইসলাম জাল-জালিয়াতি অর্থ আত্মসাতের অভিযোগে পল্টন থানায় অ্যাসরোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদুল ইসলাম পরিচালক আমির হোসাইনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এই মামলায় গত ৩০ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রশিদুল আলম আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এই মামলায় আগাম জামিন নিতে আসেন আসামিরা

মেসার্স ভাই ভাই ট্রেডার্সের কর্ণধার আমিনুল ইসলাম একজন পাথর ব্যবসায়ী তিনি দীর্ঘদিন ধরে সরকারের বেশ কিছু মেগা প্রকল্পে পাথর সরবরাহ করে আসছেন আর আসাদুল ইসলাম আমির হোসাইন দুইজন গার্মেন্টস ব্যবসায়ী ২০১৮ সালের জুন মাসে তিনজন যৌথভাবে বিদেশ থেকে পাথর আমদানির ব্যবসা শুরু করেন চুক্তি অনুযায়ী কে কতটুকু লভ্যাংশ পাবেন সেটাও লিখিত করা হয় ব্যবসা শুরু করতে ভুক্তভোগী আমিনুল ইসলাম প্রথমে ১২ কোটি তিন লাখ এবং পরবর্তীতে আরও দুই কোটি পৃথক দুটি ব্যাংকের মাধ্যমে প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন এসময় আরও সাতটি চেকের পাতা তার কাছ থেকে নেওয়া হয় দীর্ঘদিন পাথর আমদানি না করা হলে আমিনুল ইসলাম তাদের কাছে টাকা চেক ফেরত চান কিন্তু অ্যাসরোটেক্স গ্রুপের দুই কর্মকর্তা তা দিতে অস্বীকৃতি জানান

তাদের আচরণে সন্দেহ হলে আমিনুল ইসলাম ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পারেন, যৌথ অ্যাকাউন্ট হলেও তার অজান্তেই ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নেওয়া হয়েছে পরবর্তী সময়ে ভুক্তভোগী আমিনুল ইসলাম দীর্ঘদিন তাদের কাছে ধরনা দিলেও টাকা ফেরত পাননি সবশেষ তিনি আদালতের শরণাপন্ন হন আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে দীর্ঘ তদন্তের পর গত বছরের শেষ দিকে সিআইডি প্রতিবেদন দাখিল করে

(ঢাকাটাইমস/১০মার্চ/এসএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা