কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কর্মসংস্থান ব্যাংকের ঢাকা বিভাগের আওতাধীন ঢাকা, ঢাকা উত্তর, নারায়ণগঞ্জ, গাজীপুর অঞ্চল ও প্রধান শাখা, ঢাকার অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব মো. সায়েদুল ইসলাম উপস্থিত ছিলেন।
মাননীয় ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) মেহের সুলতানা, পরিচালন ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক জনাব গৌতম সাহা এবং প্রশাসন ও নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. মুখলেছুর রহমানের সভাপতিত্বে ঢাকা, ঢাকা উত্তর, নারায়ণগঞ্জ, গাজীপুর অঞ্চল ও প্রধান শাখা, ঢাকা’র আঞ্চলিক ব্যবস্থাপকসহ শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
সভায় অতিথিবৃন্দ সকল সূচকের পর্যালোচনা এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
(ঢাকা টাইমস/১১মার্চ/এসএ)
মন্তব্য করুন