ট্রফি নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়নরা

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের মেয়েরা। নেপালে অনুষ্ঠিত হওয়া এবারের অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় সাইফুল বারী টিটুর শিষ্যরা। শিরোপা জিতে আজ দেশে ফিরেছে বাংলাদেশ দল।
সোমবার (১১ মার্চ) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে পা রাখে লাল সবুজের প্রতিনিধিরা।
রবিবার (১০ মার্চ) নেপালের ললিতপুরে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে গোলরক্ষক ইয়ারজানের নৈপুণ্যে ভারতকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় সাইফুল বারী টিটুর শিষ্যরা।
পুরো আসরে আধিপত্য করে খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দল। গ্রুপপর্বে তিন ম্যাচের সবকটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে পা রেখেছিল সাইফুল বারী টিটুর শিষ্যরা। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে সৌরভীরা পেয়েছিল গ্রুপ পর্বে ৩-১ গোলে হারানো ভারতকেই। চ্যাম্পিয়ন শিরোপার সঙ্গে আরও দুটি পুরস্কারও দখলে নেয় বাংলাদেশের মেয়েরা। আসরে সর্বোচ্চ ৫ গোল করে মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার জেতেন সৌরবী আকন্দ প্রীতি। আসরসেরা গোলরক্ষক নির্বাচিত হন ইয়ারজান।
এদিকে দেশে ফেরার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সুখবর পেয়েছে সাফজয়ীরা । সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও বিজ্ঞানীদের বিশেষ গবেষণায় অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে সাফজয়ী কন্যাদের পুরস্কার দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
ঘোষণায় তিনি বলেন, ‘লেখাপড়া, খেলাধুলা সবদিক থেকে আমরা এগিয়ে আছি। ১৬ এর নিচে যারা তারা তো ভারতকে ৩-২ গোলে হারিয়েছে, চ্যাম্পিয়ন। তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে। আমি তাদের ডাকব, তাদের ডেকে প্রাইজমানি দেব এবং উৎসাহিত করব।’
অন্যদিকে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) অনূর্ধ্ব-১৬ নারী দলকে সংবর্ধনা দেয়ার ঘোষণা দিয়েছে।
(ঢাকাটাইমস/১১মার্চ/এনবিডব্লিউ)

মন্তব্য করুন