ডিপিএলে শুভসূচনা তামিমের দলের, জয় পেয়েছে সাকিবের দলও

আজ থেকে মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) খেলা। যেখানে উদ্বোধনী দিনে শাইন পুকুর ক্রিকেট ক্লাবকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তামিমের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ৭১ রানের জয়ে আসর শুরু করেছে তামিম ইকবালের দল।
সোমবার (১১ মার্চ) শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে লো স্কোরিং ম্যাচে ৭১ রানে হারিয়েছে তামিমের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
এদিন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। পারিম ব্যাংকের হয়ে ব্যাট হাতে এদিন আলো ছড়াতে পারেননি তামিম। তার দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন নাজমুল অপু। শাইনপুকুরের পক্ষে ৪২ রানে ৪ উইকেট শিকার করেন মুকিদুল ইসলাম মুগ্ধ।
জবাবে ব্যাট করতে নেমে ৪১.৫ ওভারে মাত্র ১২৫ রানেই অলআউট হয়ে যায় শাইনপুকুর। দলটির পক্ষে ৫৬ বলে সর্বোচ্চ ২৮ রান করেন আরাফাত সানি। প্রাইম ব্যাংকের পক্ষে ১০ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন হাসান মাহমুদ।
দিনের আরেক ম্যাচে বড় জয় পেয়েছে আবাহনী লিমিটেড। পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ১৭১ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে তারকাবহুল দলটি। শুরুতে ব্যাট করতে নেমে সাব্বির হোসেনের ৭১ রানে ভর করে ৯ উইকেটে ২৬৮ রান করে আবাহনী। জবাবে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায় পারটেক্স।
দিনের শেষ খেলায় গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটে হারিয়েছে সাকিবের নতুন দল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। এদিন আগে ব্যাট করে ৪৭.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয় গাজী টায়ার্স। জবাবে ব্যাট করতে নেমে ৩১.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সাকিব আল হাসানের নতুন দল।
(ঢাকাটাইমস/১১মার্চ/এনবিডব্লিউ)

মন্তব্য করুন