নিখোঁজের ৩দিন পর আ. লীগ নেতার ছেলের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৪, ১৩:০৭
অ- অ+

গাইবান্ধায় নিখোঁজের তিনদিন পর সেপটিক ট্যাংক থেকে আওয়ামী লীগ নেতার ছেলে শফিকুর রহমান পাভেল আকন্দের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

মৃত পাভেল আকন্দ বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সামাদ আকন্দের ছোট ছেলে।

পুলিশ জানায়, শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন পাভেল আকন্দ। এ নিয়ে নিখোঁজ পাভেল আকন্দের বড় ভাই বেলাল ইউসুফ রাসেল বাদী হয়ে পরদিন রবিবার গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

মঙ্গলবার সকালে বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের জনৈক সিরাজুল ইসলামের পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংকে পাভেল আকন্দের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ পাভেল আকন্দের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকা টাইমস/১২মার্চ/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা