হাবিপ্রবিসাসের মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন  চার ক্যাম্পাস সাংবাদিক

হাবিপ্রবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ মার্চ ২০২৪, ২০:৪৫ | প্রকাশিত : ১৪ মার্চ ২০২৪, ২০:৩০

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) ষান্মাসিক মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

সংগঠনের সদস্যদের কার্যক্রম, প্রতিবেদন সংখ্যা ও মৌলিক প্রতিবেদন সংখ্যার ওপর ভিত্তি করে সেরা সংগঠক, সেরা প্রতিবেদক ও উদীয়মান প্রতিবেদক— এই তিন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকাল ৩টায় টিএসসির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সভাকক্ষে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হাবিপ্রবিসাস'র সভাপতি তানভীর আহমেদের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক যোবায়ের ইবনে আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুব হোসেন, সহকারী প্রক্টর ড. মো. ইয়াসিন প্রধান ও রুবায়েদ ফেরদৌস আল নোমান এবং হাবিপ্রবি সাংবাদিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

তিন ক্যাটাগরিতে সেরা সংগঠক হিসেবে নির্বাচিত হন আরটিভির ক্যাম্পাস প্রতিনিধি গোলাম ফাহিমুল্লাহ, সেরা প্রতিবেদক হিসেবে ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’ প্রতিনিধি রিয়া মোদক এবং উদীয়মান প্রতিবেদক হিসেবে যৌথভাবে মনোনীত হন ‘বায়ান্ন বাংলা’ ও ‘এশিয়ান টিভি’ প্রতিনিধি নাঈম ইসলাম ও রাহাদ হোসেন।

পুরস্কার দেওয়ার বিষয়ে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি মো. রুবাইয়াদ ইসলাম বলেন, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং সদস্যদের উৎসাহ দিতে আমরা এ পুরস্কার প্রদান করছি। তৃতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. মিরাজুল আল মিশকাতের হাত ধরে হাবিপ্রবিসাস মিডিয়া অ্যাওয়ার্ডের প্রচলন শুরু হয়৷ আশা করি পরবর্তীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।

(ঢাকাটাইমস/১৪মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

বেরোবিতে উৎসবমুখর পরিবেশে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮৭ শতাংশ

এসএসসি ও সমমানের ফলাফল মে’র দ্বিতীয় সপ্তাহে

ভর্তি পরীক্ষার্থীদের মাঝে হাবিপ্রবি সমকাল সুহৃদের শরবত বিতরণ

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে ক্লাস শুরু রবিবার

কুবিতে ১৪৪ ধারা জারি

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ভর্তি ফিতে শতভাগ ছাড়

দুপুরে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, সকাল থেকেই কেন্দ্রে ভিড় পরীক্ষার্থীদের

‘গবেষণায় ভালো করলে স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে’

এই বিভাগের সব খবর

শিরোনাম :