হাবিপ্রবিসাসের মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন  চার ক্যাম্পাস সাংবাদিক

হাবিপ্রবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৪, ২০:৩০| আপডেট : ১৪ মার্চ ২০২৪, ২০:৪৫
অ- অ+

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) ষান্মাসিক মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

সংগঠনের সদস্যদের কার্যক্রম, প্রতিবেদন সংখ্যা ও মৌলিক প্রতিবেদন সংখ্যার ওপর ভিত্তি করে সেরা সংগঠক, সেরা প্রতিবেদক ও উদীয়মান প্রতিবেদক— এই তিন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকাল ৩টায় টিএসসির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সভাকক্ষে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হাবিপ্রবিসাস'র সভাপতি তানভীর আহমেদের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক যোবায়ের ইবনে আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুব হোসেন, সহকারী প্রক্টর ড. মো. ইয়াসিন প্রধান ও রুবায়েদ ফেরদৌস আল নোমান এবং হাবিপ্রবি সাংবাদিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

তিন ক্যাটাগরিতে সেরা সংগঠক হিসেবে নির্বাচিত হন আরটিভির ক্যাম্পাস প্রতিনিধি গোলাম ফাহিমুল্লাহ, সেরা প্রতিবেদক হিসেবে ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’ প্রতিনিধি রিয়া মোদক এবং উদীয়মান প্রতিবেদক হিসেবে যৌথভাবে মনোনীত হন ‘বায়ান্ন বাংলা’ ও ‘এশিয়ান টিভি’ প্রতিনিধি নাঈম ইসলাম ও রাহাদ হোসেন।

পুরস্কার দেওয়ার বিষয়ে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি মো. রুবাইয়াদ ইসলাম বলেন, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং সদস্যদের উৎসাহ দিতে আমরা এ পুরস্কার প্রদান করছি। তৃতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. মিরাজুল আল মিশকাতের হাত ধরে হাবিপ্রবিসাস মিডিয়া অ্যাওয়ার্ডের প্রচলন শুরু হয়৷ আশা করি পরবর্তীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।

(ঢাকাটাইমস/১৪মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা