বগুড়ায় ভটভটির ধাক্কায় একজন নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে ভটভটির ধাক্কায় জাবেদ আলী প্রামাণিক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে সারিয়াকান্দি উপজেলা সদরের টিপুর মোড় নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত জাবেদ আলী সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চর রামনগন গ্রামের মৃত আবদুস ছাত্তার প্রামাণিকের ছেলে। তিনি পেশায় কৃষিকাজ করেন।
বিষয়টি নিশ্চিত করে সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন দাস বলেন, জাবেদ আলী সকালে বাই সাইকেল নিয়ে কৃষিকাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সকল ৮টার দিকে সারিয়াকান্দি উপজেলা সদরে টিপুর মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনার পরপরই ভটভটি পালিয়ে যায়। পরিবারের লোকজন লাশ ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকা টাইমস/১৫মার্চ/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন