নড়িয়ায় মাহেন্দ্র চাপায় শিক্ষার্থীর মৃত্যু 

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৪, ১৮:০৮
অ- অ+

নড়িয়ায় মাহেন্দ্র চাপায় রিফাত শিকদার (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় শরীয়তপুর নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের পশ্চিম নন্দনসার সুরেশ্বর পণ্ডিতসার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত শিকদার উপজেলার ঘড়িসার ইউনিয়নের হালইসার নন্দসার উচ্চ বিদয়ালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং একই ইউনিয়নের পশ্চিম নন্দনসার গ্রামের ইসমাইল শিকদারের ছেলে।

নিহতের স্বজনদের কাছ থেকে জানা যায়, বেলা ১১ টার দিকে রিফাত বাড়ি থেকে বের হয়ে ঘড়িসার বাজারের দিকে যাচ্ছিল। ঠিক সেসময় বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে রিফাত নিহত হয়। ঘটনার পরে মাহেন্দ্রের চালক ও সহযোগীরা পালিয়ে গেছে।

এ বিষয় মাহেন্দ্রের মালিক ছাত্তার মালতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শলকর চন্দ্র বৈদ্য দুর্ঘটনায় মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন বিষয়টি আমি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

(ঢাকাটাইমস/২১মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
আকাশপথ খুলে দিয়েছে পাকিস্তান
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা