সুনামগঞ্জে ৩০০ বস্তা ভারতীয় চিনিসহ দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ২২ মার্চ ২০২৪, ১৯:৩৪

সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভিযানে ১৫ হাজার কেজি (৩০০ বস্তা) ভারতীয় চিনিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার ভাতগাঁও গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- যশোর কোতয়ালী থানার মুড়লী গ্রামের মো. রিপন মিয়া (২৮) এবং সুনামগঞ্জ সদর থানার মইনপুর গ্রামের মো. আব্দুল মনাফ (৩০)।

পুলিশ জানায়, উপজেলার ভাতগাঁও গ্রাম থেকে জাউয়াবাজার যাওয়ার পথে গোপন খবরে ছাতক থানার এসআই এস.এম. মাইনুল ইসলাম, এসআই আসাদুজ্জামান ও এসআই মো. সিকান্দর আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় সকাল ৭টায় অভিযান চালানো হয়। এসময় একটি কাভার্ডভ্যানে করে ১৫ হাজার কেজি (৩০০ বস্তা) ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছে থাকা কাভার্ডভ্যানটি তল্লাশি করে ১৫ হাজার কেজি (৩০০ বস্তা) ভারতীয় চিনিসহ কার্ভাটভ্যানটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিসহ জব্দকৃত ভারতীয় চিনি আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিরা শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঢাকা টাইমস/২২মার্চ/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :