মুক্তিযুদ্ধের প্রাপ্তি থেকে জনগণ অনেক দূরে: তানিয়া রব

​​​​​​​সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০২৪, ১০:৫৮
দলীয় নেতাদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তানিয়া রব

মুক্তিযুদ্ধের প্রাপ্তি থেকে জনসাধারণ এখনো অনেক দূরে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজ তান্ত্রিক দলের (জেএসডি) সহসভাপতি তানিয়া রব।

জেএসডি সহসভাপতি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন কি পুরোপুরি করতে পেরেছি? পারিনি। কেন পারিনি, সেটা আমাদের বড় দুঃখ রয়ে গেল, সেটা যেমন সত্য, শাসক দলের একটা ধারণা তারা সবটাই করছে।’

মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তানিয়া রব আরও বলেন, ‘৫৪ বছর পরে আমরা যদি ৫০ বছর বয়সের মুক্তিযোদ্ধা পাই, তাহলে এই ক্ষেত্রে যে গাফিলতিটা, এই ক্ষেত্রে যে একটা স্বেচ্ছাচারী মনোভাব। তার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অর্জন বড় একটা ফারাকের মধ্যে থাকে। আর প্রাপ্তি থেকে জনসাধারণ এখনও অনেক দূরে রয়েছে। সুতরাং মনে হয় আমরা যে মুক্তির জন্য, স্বাধীনতার জন্য শহীদরা, মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছিলেন। সেটা এখনও অর্জন হয়নি।’

এ সময় জেএসডি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৬মার্চ/প্রতিনিধি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ. লীগের তিন দিনব্যাপী কর্মসূচি

প্রকাশ্যে ভোট: ইসিতে ক্ষমা চেয়ে দায়মুক্তি পেলেন এমপি হাফিজ

সরকারের উৎপাদন করার চেয়ে আমদানি করার চাহিদা বেশি: নজরুল ইসলাম খান

‘ফারাক্কা দিবস’ যেকোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে: মির্জা ফখরুল 

বাংলাদেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধ আন্দোল‌নের বিকল্প নেই: দুদু

রিজার্ভ আর অবৈধ সরকারের পতন কোনোভাবেই ঠেকানো যাবে না: এবি পার্টি

ফারাক্কা দিবসের অঙ্গীকার- যৌথ নদী রক্ষায় সোচ্চার হোন: বাংলাদেশ ন্যাপ

অসুস্থ তাঁতীদল নেতা রেজাউল করিমকে দেখতে গেলেন কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ

শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের কর্মসূচি

জাপাকে বিক্রি করে নেতাকর্মীদের ক্রীতদাস বানানোর চেষ্টা হয়েছে: কাজী মামুন

এই বিভাগের সব খবর

শিরোনাম :