বগুড়ায় ইউপি চেয়ারম্যান ও তার দুই সহযোগী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২৪, ১৬:৫৯
অ- অ+

বগুড়ার দুপঁচাচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা নূর মোহাম্মদ আবু তাহের (৩২) তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত আনুমানিক ১১টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আবু তাহের দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের ছাত্র বিষয়ক সম্পাদক। বিষয়টি নিশ্চিত রেছেন দুপচাঁচিয়া থানার ফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার।

আবু তাহের স্ত্রী মোহতাদিয়া শামীমা জানান, দুপচাঁচিয়া তার নিজের প্রতিষ্ঠান ইসলামীয়া হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে বাসায় ফেরার পথে থানা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সময় তার সঙ্গে থাকা গাড়ি চালক আব্দুর রাহিম (১৯) এবং সহযোগী রমজান আলীকেও (৩৬) গ্রেপ্তার করা হয়। পরে সেখান থেকে তাদেরকে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর আবু তাহেরকে গোয়েন্দা পুলিশ বগুড়ায় তাদের কার্যালয়ে নিয়ে যান এবং তার দুই সহযোগীকে দুপচাঁচিয়া থানায় নিয়ে যাওয়া হয়।

দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান, রাতে নুর মোহাম্মদ তার দুই সহযোগী গুনাহার ইউনিয়নের সাহেববাড়ি নামক স্থানে নাশকতার উদ্দেশ্যে সড়কের উপর অবস্থান করছিলেন। এই সংবাদ পেয়ে পুলিশ সেখানে গেলে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। সময় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। পরে তাদের হেফাজত থেকে দুইটি তাজা ককটেল বিস্ফোরিত ককটেলের কিছু অংশ উদ্ধার করা হয়। ঘটনায় ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ আবু তাহের তার দুই সহযোগীর নামে পুলিশ বাদী হয়ে রাতেই দুপচাঁচিয়া থানায় মামলা করেছে।

(ঢাকাটাইমস/২৮মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
আকাশপথ খুলে দিয়েছে পাকিস্তান
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা