সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নজির হোসেনের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০২৪, ২২:০২

সুনামগঞ্জ- (জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ধর্মপাশা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৮মার্চ) বিকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বিকাল সাড়ে ৩টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তার নিজ গ্রাম শাহপুর মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

তিনবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন বৃহস্পতিবার ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

জানাজায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট পীর মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, জেলা বিএনপির সহ সভাপতি জেলা কৃষকদের সভাপতি আনিসুল হক প্রমুখ সহ বিভিন্ন দলের নেতাকর্মী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নজির হোসেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সুনামগঞ্জের ট্যাকেরঘাট সাব সেক্টরের সহকারী অধিনায়ক হিসেবে নেতৃত্বে দিয়ে যুদ্ধ করেছিলেন। তিনি ১৯৯১ সালে কমিউনিস্ট পার্টি থেকে সুনামগঞ্জ- আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৩ সালের ১৫ই অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন। ১৯৯৬ সালে ২০০১ সালে ওই আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

(ঢাকাটাইমস/২৮মার্চ/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন: কাদের মির্জার বিরুদ্ধে প্রার্থীর লিখিত অভিযোগ

চেক জালিয়াতি মামলায় ইউপি সদস্য জেল হাজতে

নির্বাচিত হয়েও ভোটে অংশ নিতে হচ্ছে সালথার ওয়াহিদুজ্জামানকে

সেতুমন্ত্রীর ভাই শাহাদাত অনুসারীদের বিরুদ্ধে পুলিশের মামলা, পালিয়ে বেড়াচ্ছেন অনেকে

কাপ্তাইয়ে  উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ

শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে খোকনের দায়িত্ব গ্রহণ

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

শ্রীপুরে পানিতে ডুবে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চান্দিনা উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত 

বাসায় ঢুকে গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে যা করলেন ডিবি কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :