মুন্সীগঞ্জ থেকে ‘আনসার আল ইসলামে’র সক্রিয় সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২৪, ১৭:৪৩
অ- অ+

মুন্সীগঞ্জের টংগিবাড়ী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামে’র এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃত যুবকের নাম শুভমাল ওরফে বিল্লাল হোসেন (২৬)। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার বিকালে এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল এটিইউর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের টংগিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য শুভমালকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উগ্রবাদের কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি সিমকার্ডসহ উগ্রবাদী কন্টেন্ট জব্দ করা হয়েছে।

তিনি বলেন, শুভমাল ধর্মীয় উগ্রবাদ ও মৌলবাদকে পুঁজি করে বাংলাদেশের সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে নিজেদেরকে ও জনসাধারণকে সংগঠিত করার চেষ্টা করে আসছিল। এ লক্ষ্যে সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র সক্রিয় সদস্য হয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্যবহার করে বিভিন্ন ভিডিও পোস্টের মাধ্যমে বক্তব্য প্রচার করছিল।

এছাড়াও তিনি ‘আনসার আল ইসলাম’ নেতা জসিম উদ্দিন রাহমানীর উগ্রবাদী বিভিন্ন ছবি এবং ভিডিও প্রচার করে আসছিলেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

গ্রেপ্তারের বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এলএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বাসের ধাক্কায় ২ জন নিহত
মা হতে চান ‘সিঙ্গেল’ জয়া
টেকনাফের পাহাড়ে বিপুল অস্ত্র ও মাদক জব্দ, অপহৃত ব্যক্তি উদ্ধার
প্রেমের টানে খুলনায় এসে বিয়ে করলেন চীনা নাগরিক  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা