মুন্সীগঞ্জ থেকে ‘আনসার আল ইসলামে’র সক্রিয় সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০২৪, ১৭:৪৩

মুন্সীগঞ্জের টংগিবাড়ী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামে’র এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃত যুবকের নাম শুভমাল ওরফে বিল্লাল হোসেন (২৬)। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার বিকালে এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল এটিইউর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের টংগিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য শুভমালকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উগ্রবাদের কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি সিমকার্ডসহ উগ্রবাদী কন্টেন্ট জব্দ করা হয়েছে।

তিনি বলেন, শুভমাল ধর্মীয় উগ্রবাদ ও মৌলবাদকে পুঁজি করে বাংলাদেশের সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে নিজেদেরকে ও জনসাধারণকে সংগঠিত করার চেষ্টা করে আসছিল। এ লক্ষ্যে সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র সক্রিয় সদস্য হয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্যবহার করে বিভিন্ন ভিডিও পোস্টের মাধ্যমে বক্তব্য প্রচার করছিল।

এছাড়াও তিনি ‘আনসার আল ইসলাম’ নেতা জসিম উদ্দিন রাহমানীর উগ্রবাদী বিভিন্ন ছবি এবং ভিডিও প্রচার করে আসছিলেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

গ্রেপ্তারের বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এলএম/ইএস)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

নারায়ণগঞ্জে নারী সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

নাশকতার ঘটনায় সারাদেশে ২৬৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

ছাত্রলীগ মারলে ৫ হাজার, পুলিশ মারলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা ছিল: ডিবি

সহিংসতার ঘটনায় সারাদেশে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ২২৮

কোটা আন্দোলনে সহিংসতায় জঙ্গিগোষ্ঠীর যোগসাজশ থাকতে পারে: সিটিটিসি

নরসিংদী কারাগার থেকে পালানো দুই নারী জঙ্গি গ্রেপ্তার

দোয়ারাবাজারে ৫৩৫০ কেজি ভারতীয় চিনিসহ বাবা-ছেলে গ্রেপ্তার

সাদিক অ্যাগ্রোর ইমরানসহ সাতজনের নামে মামলা, সরকারি পাঁচ কর্মকর্তাও আসামি

বিপুল সম্পদ নিয়ে যা বলছেন `চারশ কোটির পিয়ন’ জাহাঙ্গীর

নায়িকার গাড়িচালক থেকে প্রধানমন্ত্রীর পিয়ন, বিপুল সম্পত্তির মালিক বনে জাহাঙ্গীর চেয়েছেন সাংসদ হতে

এই বিভাগের সব খবর

শিরোনাম :