কুড়িগ্রামের তিস্তা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

​​​​​​​কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২৪, ২০:১৪
অ- অ+

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা মাঝিপাড়া গ্রামের তিস্তা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের পরনে কালো প্যান্ট ও হলুদ রঙের হাফ হাতা গেঞ্জি ছিল।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরের দিকে নদী পারাপারের সময় তিস্তা নদীর চরে লাশটি দেখতে পাওয়া যায়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে মরদেহটি ৬ থেকে ৭ দিন আগের।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তূজা বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৩০মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে ছাত্র-জনতার অবস্থান, যান চলাচল বন্ধ
নোয়াখালীতে আ. লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ১৫
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি আনকোনা শাখার নতুন কমিটি গঠন 
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি, ভ্যাপসা গরমে হাঁসফাঁস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা