ঈদে পর্যটক বরণে নিশ্ছিদ্র নিরাপত্তা নিয়ে প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০২৪, ২০:২৪

এবার ঈদুল ফিতরে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রায় তিন লাখ পর্যটক যাবেন। ইতোমধ্যে কক্সবাজারের বেশিরভাগ হোটেল বুকিং শেষ হয়েছে। তাই নিশ্ছিদ্র নিরাপত্তা নিয়ে পর্যটক বরণ করতে টুরিস্ট পুলিশ প্রস্তুত বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান ডিআইজি আবু কালাম সিদ্দিক।

রবিবার (৩১ মার্চ) রাজধানীর পুরানা পল্টনের ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের সভাকক্ষে ‘পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে টুরিস্টদের জন্য নিরাপত্তা ব্যবস্থা’ শীর্ষক মতবিনিময় সভায় ডিআইজি এসব জানান।

ট্যুরিস্ট পুলিশের প্রধান বলেন, এবার ঈদুল ফিতরে তিন লাখ পর্যটক যাবে কক্সবাজারে। সেই লক্ষ্যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে লাবনী, সুগন্ধা ও ইনানী বীচ এলাকা। পর্যটকদের নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে ১২টি, পতেঙ্গা বিচে ১২টি এবং কক্সবাজারে ২০টি সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে। এর মধ্যে হাই রেজুলেশন ৩০০ সিসি জুম লেন্সের হাই কোয়ালিটি ক্যামেরাও রয়েছে।

ডিআইজি বলেন, পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ে নিষেধ করা হয়েছে হোটেল মালিকদের। ১০ এপ্রিল থেকে পর্যটকরা আসা-যাওয়া শুরু করবে। তাদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া সুন্দরবনের পর্যটকদের জন্যও টুরিস্ট পুলিশের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।

ডিআইজি আরও বলেন, দেশের জিডিপিতে ৪ দশমিক ৪ ভাগ পর্যটন খাত থেকে আসে। ২০৩০ সালের মধ্যে জিডিপির ১০ ভাগ যেন টুরিজম খাত থেকে আসে, সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৩১মার্চ/এএম/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সর্বজনীন পেনশনে ‘না’ ঢাবি কর্মচারী ঐক্য পরিষদের

দেশি-বিদেশি টিভি চ্যানেল প্রদর্শন ও লাইসেন্সবিহীন কার্যক্রম বন্ধে কার্যক্রম শুরু

রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ

গাছ কাটা ও লাগানো বিষয়ে নীতিমালা প্রণয়ন প্রশ্নে হাইকোর্টের রুল

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত

আ.লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি: মুক্তিযুদ্ধমন্ত্রী

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির

রাজধানীর ২২ স্থানে বসবে কোরবানির পশুর হাট

এই বিভাগের সব খবর

শিরোনাম :