মেসিদের লিগে মাঠে ‘অভিনয় করা’ ফুটবলারদের জন্য দুঃসংবাদ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৪, ১৫:৪০
অ- অ+

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রায়ই নতুন নিয়ম যোগ করতে দেখা যায় ফুটবলে। মূলত ফুটবল ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলতেই নানা সময়ে যোগ হয় নতুন সব প্রযুক্তি। এবার মেজর লিগ সকারে (এমএলএস) নতুন তিন নিয়ম চালু হতে যাচ্ছে। ফুটবল ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলতে এই উদ্যোগ নিয়েছে আয়োজকরা।

শনিবার (২০ এপ্রিল) থেকে চালু করা হবে নতুন তিনটি নিয়ম। নতুন চালু হতে যাওয়া তিন নিয়মের মধ্যে দুইটিতে সুবিধা পাবেন মেসি-সুয়ারেজরা, যদি সেটি প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা করেন।

তিনটি নিয়মের মধ্যে প্রথমেই রয়েছে, আঘাতপ্রাপ্ত না হয়েও বা সাধারণ ইনজুরিতে কেউ ইচ্ছে করে ১৫ সেকেন্ডের বেশি সময় মাঠে পড়ে থাকলে সেই খেলোয়াড়রকে দুই মিনিটের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে। অর্থাৎ তাকে মাঠের বাইরে চিকিৎসার জন্য নেওয়ার পর তাকে ফিরতে হবে দুই মিনিট পর।

দ্বিতীয় নিয়মে রয়েছে, ১০ সেকেন্ডের মধ্যে বদলি খেলোয়াড়কে মাঠের বাইরে বের হতে হবে। ফুটবলে প্রায়ই দেখা যায় বদলি ফুটবলার ইচ্ছে করে সময় নষ্ট করেন। সেটি রোধ করার জন্য এই নিয়ম চালু করতে যাচ্ছে এমএলএস। তাদের নতুন নিয়মে ম্যাচ অফিসিয়াল কারও জার্সি নাম্বার ইলেক্ট্রনিক বোর্ডে দেখানোর ১০ সেকেন্ডের মধ্যে তাকে টাচলাইন দিয়ে বের হয়ে যেতে হবে।

যদি ১০ সেকেন্ডের মধ্যে বদলি খেলোয়াড় মাঠের বাইরে বের হতে না পারেন তখন বদলি হিসেবে মাঠে নামা খেলোয়াড়কে অন্তত এক মিনিট বা পরবর্তীতে কোনো কারণে খেলা বন্ধ হওয়ার পর মাঠে প্রবেশ করতে হবে।

তৃতীয় নিয়মটি হলো, স্টেডিয়ামে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ঘোষণা। এই নিয়মটি কাতার বিশ্বকাপে দেখানো হয়েছিল। এই নিয়মে ভিএআর সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়েছে বা কিসের ভিত্তিতে নেওয়া হয়েছে, সেটা ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে দর্শকদের ব্যাখ্যা করা হবে। তবে ভিএআর কর্মকর্তা আর রেফারির মধ্যে মূল আলোচনা গোপনই থাকবে।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোল্যা নজরুল ইসলামসহ আটক চার পুলিশ কর্মকর্তাকে থানায় হস্তান্তর
বগুড়ায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
শ্রীপুরে ‘ডেভিল হান্ট’ অপারেশনে গ্রেপ্তার ১০
ম্যাটস ও ডিএমএফ শিক্ষার্থীদের আন্দোলন মেনে নেওয়া উচিত: আবু হানিফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা