খিলক্ষেতে ৬০ কোটি টাকার খাসজমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৪, ১৬:৪৭| আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৭:৩৫
অ- অ+

ঢাকা জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে দখলে থাকা খাসজমি উদ্ধার অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। এই অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার গুলশান রাজস্ব সার্কেলের আওতাধীন মস্তুল মৌজায় খিলক্ষেত থানা এলাকায় প্রায় ৬০ কোটি টাকা মূল্যের সরকারি খাসজমি উদ্ধার করা হয়েছে।

আরএস এবং মহানগর জরিপের ধারাবাহিকতায় সরকারের নামে ১ নং খাস খতিয়ানে রেকর্ড ৭৭.৮০ শতাংশ জমিটি দীর্ঘদিন ধরে নাসা গ্রুপের অবৈধ দখলে ছিল।

এদিন ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমানের সার্বিক নির্দেশনা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিকের তত্ত্বাবধানে গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির অভিযান পরিচালনা করেন। অভিযানে সিটি ২১১৯, ২১২৪ এবং ২১২৫ নং দাগের যথাক্রমে ২৩ শতক, ৩৬.৮০ শতক এবং ১৮ শতকসহ মোট ৭৭.৮০ শতক খাসজমি উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত জমিতে সরকারের পক্ষে মালিকানা সাইনবোর্ড ও কাঁটাতারের বেষ্টনী নির্মাণ করে জেলা প্রশাসন-ঢাকার দখল ও নিয়ন্ত্রণে নেওয়া হয়।

অভিযানকালে ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, ঢাকা জেলার বিভিন্ন স্থানে মূল্যবান অনেক খাসজমি দখলদাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আছেন। এ সব খাসজমি রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময় গুলশান রাজস্ব সার্কেলের সার্ভেয়ার ও সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা, খিলক্ষেত থানার কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এলএম/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে এশীয় নেতাদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
 ‘অতিরিক্ত কিউটনেস’ প্রকাশে অক্সফোর্ড ডিকশনারিতে যুক্ত হলো নতুন শব্দ
পর্তুগাল বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
কাতারের কাছে ১.৯৬ বিলিয়ন ডলারের ড্রোন বিক্রি করবে যুক্তরাষ্ট্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা