শিল্পী সমিতির নির্বাচন: প্রথম ভোট দিলেন ডা. এজাজ

এফডিসি প্রাঙ্গণে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক (২০২৪-২৬) নির্বাচনের ভোটগ্রহণ। শুক্রবার সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হলে এ সময় প্রথম ভোটটি দেন দুই পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা এবং খ্যাতিমান চিকিৎসক এজাজুল ইসলাম।
ভোট দিয়ে হুমায়ূন আহমেদ-ঘনিষ্ঠ এই অভিনেতা বলেন, ‘যে-ই নির্বাচনে জয়লাভ করুক না কেন, তারা যেন বাংলা চলচ্চিত্র এবং শিল্পীদের স্বার্থে কাজ করেন।’
এদিকে নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এফডিসিতে কেউ প্রবেশ করলে তাকে হতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি।
২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ জিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি মিশা-ডিপজল পরিষদ, অন্যটি মাহমুদ কলি-নিপুণ পরিষদ।
এর মধ্যে সভাপতি পদে লড়ছেন একসময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও দাপুটে খল-অভিনেতা মিশা সওদাগর। সাধারণ সম্পাদক পদে গতবারের মতো এবারও প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তার বিপরীতে দাঁড়িয়েছেন প্রযোজক-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। আজকের ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। দুপুরে এক ঘণ্টা বিরতি থাকবে মধ্যাহ্নভোজের। এবার মোট ভোটার ৫৭০ জন। তাদের ভোটেই নির্বাচিত হবেন প্রার্থিরা।
(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এলএম/এজে)

মন্তব্য করুন