শিল্পী সমিতির নির্বাচনে ভোটার উপস্থিতি কম: নির্বাচন কমিশনার

বিএফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক (২০২৪-২৬) নির্বাচন। সকাল ৯ টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে ভোটার উপস্থিতি কম বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। তবে দুপুরের বিরতির পর ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা ব্যক্ত করেছেন তিনি।
খসরু জানান, বেলা ১২ টা পর্যন্ত ১০০ টির মতো ভোট পড়েছে।
একাধিক শিল্পী এফডিসিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন নিয়ে প্রশ্ন তুলেছেন এ বিষয়ে খসরু বলেন, ‘শিল্পীদের নিরাপত্তার স্বার্থেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। প্রশাসন না থাকলে বাইরের মানুষ এফডিসিতে প্রবেশ করত।’
২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি মিশা-ডিপজল পরিষদ, অন্যটি কলি-নিপুণ পরিষদ। এর মধ্যে সভাপতি পদে লড়ছেন একসময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও দাপুটে খল-অভিনেতা মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক পদে গেলো আসরের মতো এবারও প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তার বিপরীতে দাঁড়িয়েছেন চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর’খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মোট ভোটার সংখ্যা ৫৭০ জন। তারাই বেছে নেবেন আগামী দুই বছরের চলচ্চিত্র শিল্পীদের নেতা-অভিভাবক।
(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এলএম/এমআর)

মন্তব্য করুন